
ডেইলি গাজীপুর প্রতিবেদক: কালিয়াকৈর উপজলার চন্দ্রা এলাকায় শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশেষ অভিযান চালিয়ে এক খদ্দেরসহ চার পতিতাকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
তারা হলো, গাইবান্দা জেলার খিদির এলাকার সোবহান মন্ডলের ছেলে এমদাদুল (৩৫), ময়মনসিংহ জেলার মোয়াজ্জেম হোসেনের মেয়ে আশা (১৭), জাইদুল ইসলাদের মেয়ে বৃষ্টি (১৮), মান্নান মিয়ার মেয়ে সুমি (১৮), মোতালেবের মেয়ে সুমা (২৬)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম জানান, উপজেলার চন্দ্রা এলাকায় একটি গেষ্ট হাউজ যা সাবেক হিমালয় আবাসিক হোটেল নামে পরিচিতি সেখানে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন খদ্দেরসহ চার পতিতাকে আটক করা হয়েছে। পরে তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে ঐ গেষ্ট হাউজের দায়িত্বে থাকা ম্যানেজার দ্রত পালিয়ে যায়।
