কালিয়াকৈরে জমে ওঠেছে শীতের পোশাকের ক্রয় – বিক্রয়

0
92
728×90 Banner

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জমে ওঠেছে শীত কালীন পোশাকের ক্রয়-বিক্রয় । সাপ্তাহিক শুক্রবার সরকারী বন্ধের দিনে এই হাট সকাল হতে সন্ধ্যা পর্যন্ত জাঁকজমকভাবে ক্রেতা ও বিক্রেতা দেখা যায় । এই হাটের কানাই কানাই পোশাকের নানান দোকান গড়ে ওঠেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ১০ টাকা হতে ৫০, ৬০,৮০,১০০,১২০,২০০ টাকা পর্যন্ত স্বল্প মূলে পাওয়া যায় নানান ধরনের ছোট ও বড়দের শীতের পোশাক অন্যদিকে, ৩০০ , ৪০০, ৫০০, ৬০০টাকায় ছোট হতে বড় মহিলা-পুরুষের দামী শীতের পোশাক পাওয়া যায়।
কালিয়াকৈরে রাকিব হোসেন জানান, গোলাম নবী মাঠে শীতের পোশাক কিনতে আসছি এখানে ৩০০ টাকায় ১ টি জ্যাকেট কিনছি। আরো দেখতাছি পছন্দ হলে আরো কিনবো,মজিনা আক্তার জানান, প্রত্যেক বছরের মতনই এবারো শুক্রবারের হাটে শীতের জামা কাপড় কিনতে আসছি ছেলে মেয়ে, স্বামীকে নিয়ে। পছন্দ মতন পোশাক পাওয়া যায়, তাই আসি গোলাম নবী মাঠে। বোডঘরের আসলাম মিয়া জানান, গোলাম নবী মাঠ হতে ১২০ ও ১৮০ টাকা দিয়ে দুইটি শীতের জামা কিনলাম।
চৌরাস্তার থেকে আসা সুমন হোসেন ( দোকানদার) তার বক্তব্যে জানান – আজ দ্বিতীয় সপ্তাহ চলছে, বেচা কেনা মোটামুটি । তবে শীত একটু বেশি হলে শীতের পোশাক বেশি বিক্রি করতে পারতাম।
কালিয়াকৈরের নাজমা আক্তার (দোকানদার) জানান- তের বছর ধরে কালিয়াকৈর হাট করি, জিনিস পএের দাম একটু বেশি হওয়ার কাস্টমার কিনছে কম, দেখছে বেশি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here