কৃষকলীগের উদ্যোগে টঙ্গীতে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

0
375
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর মরকুন এলাকায় গরিব অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে সার্জারি ও হাড় রোগ বিশেষজ্ঞ মেডিসিন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, চর্ম, অ্যালার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ, গাইনী ও সার্জন বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার মরকুন মধ্যপাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং তায়রুনন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: আফজাল হোসেন হিমেলের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তায়রুনন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা: মইনুল ইসরাম, ডা: সুজিত চন্দ্র, ডা: কবির হোসেন, ডা: মালেকা জাহান সান্তা, ডা: নাহিদুজ্জামান, ডা: ফারুক হোসেন, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সভাপতি মোস্তফা মিয়া, গাজীপুর মহানগর তাঁতীলীগের সভাপতি শাহ্ মোহাম্মদ আমান প্রমুখ।
এলাকাবাসী জানান, আমরা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগছিলাম। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর কৃষকলীগের সভাপতি মো: হেলাল উদ্দিনের সার্বিস সহযোগিতায় আমরা ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমরা আনন্দিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here