
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান তুসুকা গ্রুপ।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর অবদানের জন্য বুধবার (২ জানুয়ারি) তুসুকার পক্ষ থেকে পুলিশের কাছে উপহার হিসেবে একটি পিকআপ ভ্যান (লেগুনা) হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পক্ষে ডিসি ক্রাইম মোঃ শরিফুর রহমান, অপূর্ব সাহা, কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার গাড়ীটি বুঝে নেন ।
তুসুকা পরিচালকের পক্ষ থেকে জানানো হয়, এই উপহার দিতে পেরে তারা আনন্দিত। সেই সঙ্গে পুলিশ বাহিনীর ভবিষ্যৎ যেকোনো সহযোগিতামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশা ব্যক্ত করা হয়েছে।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তুসকার পক্ষে পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মেজর ইকবাল কবির (অবঃ), মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম ও মানব সম্পদ ও প্রশাসন বিভাগের জিএম মিনহাজুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
