
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে অগ্নিকান্ডে একটি ভাড়াবাড়ির ১৪টি ঘর ও মালামাল পুড়েছে । শনিবার ভোরে সদর উপজেলার শিরিরচালা নতুনবাজার এলাকায় শাহজাহান মিয়ার টিনশেডের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
শ্রীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদরের নতুনবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার টিনশেডের তৈরি ভাড়া বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওই বাড়ির ১৪টি ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
