
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের পোড়াবাড়ি ২৩নং ওয়ার্ড কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যুবলীগ কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাজাহান মন্ডল নেতৃত্বে পোড়াবাড়ি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে পাট ও বস্ত্র মন্ত্রণালয় ও অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী করায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কে দায়িত্ব দেওয়ায় গাজীপুরে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে এবং সকলের মাঝে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউলতিয়া সাংগঠনিক থানার সভাপতি প্রার্থী ইকবাল হোসেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
