গাজীপুরে দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সারাদিন অভিযান

0
69
728×90 Banner

অলিদুর রহমান অলিঃ গাজীপুর জেলার পাঁচটি এলাকায় পরিবেশ অধিদপ্তর সারাদিন-ব্যাপী অভিযান পরিচালনা করে জরিমানা আদায় সহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করেছেন। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) গাজীপুর সদর ও শ্রীপুরে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মমিন ভূইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেছেন গাজীপুর পল্লী ‍বিদ্যুৎ সমিতি, তিতাস গ্যাস গাজীপুর কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন স্থানীয় পুলিশ। পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, তরল বর্জ্য পরিশোধনাগার বিহীন অবৈধ ভাবে পরিচালিত হওয়ার অপরাধে গাজীপুর সদরের সেড ইন্টারন্যাশনাল লি. এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, একই অপরাধে শ্রীপুরের সি এন্ড আর সোয়েটার লি. এর ওয়াশিং অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তরল বর্জ্য পরিশোধনাগার ও বায়ু পরিশোধনাগার বিহীন অবৈধ ভাবে পরিচালনা করার অপরাধে শ্রীপুর কেওয়া পূর্ব খণ্ডে অবস্থিত গেলি ইন্ডাস্ট্রিয়াল লি.কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ দিকে চান্দনা চৌরাস্তায় পরিবেশগত ছাড়পত্র বিহীন এইচ এস ব্যাগস এন্ড প্যাকেজিং কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ভবানিপুরে ৩ টি যানবাহনকে ৫শত টাকা করে মোট ১৫ শত টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, ‘পরিবেশ দূষণের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here