
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা সমবায় কার্যালয় থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি জাল সনদ প্রস্তুতকারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিকেলে মহানগরীর জোড়পুকুর সড়কের পাশে অবস্থিত জেলা সমবায় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আবদুল আউয়াল (৫০) পটুয়াখালি সদরের বজরুগালী শিকদারের ছেলে।
জেলা সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরোর ভাষ্য, ‘জাল সনদ দেখিয়ে সদর উপজেলার ‘হোতাপাড়া দক্ষিণ ভ‚মিহীন সমবায় সমিতি লি.’ চালান তিনি। রোববার সকালে ওই সমিতির নিবন্ধনের জন্য জাল সনদের ফটোকপি নিয়ে জেলা সমবায় কার্যালয়ে আসেন আব্দুল আউয়াল। এসময় তিনি নিজেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দেন। পরে তাকে গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয়।’
