
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত হযরত ওমর কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের ছেলে। সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস বলেন, স্কুল ছুটির পর ওমর বাসে ওঠার চেষ্টা করছিল। এ সময় ওই বাসের হেলপার তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর পড়ে গেলে আরেকটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।
