
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে বাঁশবাহী ট্রাকের বাঁশ বুকে ঢুকে মোটরসাইকেল আরোহী কাউন্সিলরপুত্র মো. আসাদুল ইসলাম (২০) নিহত হয়েছেন।
সোমবার রাতে মহানগরের মোগরখাল এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন মোক্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, ব্যবসায়ী আসাদুল রাতে নগরপাড়া এলাকার দোকান থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর সিটির ধীরাশ্রম এলাকার বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-বাইবাস সড়কে মোগরখাল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাঁশবাহী ট্রাক উল্টে যায়।
তিনি বলেন, এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী আসাদুল (সামনে থাকা) বাঁশের সঙ্গে ধাক্কা খান এবং বাশের কিছু অংশ তার বুকের বাম পাশে ঢুকে পড়ে। পরে গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আসাদুল।
আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
