গাজীপুর জেলা ও মহানগর তাতীলীগের বর্ধিত সভা

0
274
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা ও মহানগর তাতীলীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে টঙ্গী নতুন বাজার দলীয় কার্যালয়ে এক আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর তাতীলীগের সভাপতি শাহআলম এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন-খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক বাংলাদেশ তাতীলীগ কেন্দ্রীয় কমিটি, জাহাঙ্গীর বিশ্বাস সাংগঠনিক সম্পাদক তাতীলীগ কেন্দ্রিয় কমিটি, আবু নাসের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, তারা বলেন-দীর্ঘদিনের কাংক্ষিত সংগঠন গাজীপুর মহানগর তাতীলীগ, শাহআলমের নেতৃত্বে একটি স্বচ্ছ ও শক্তিশালী সংগঠন হবে বলে আমরা বিশ্বাস করি। অজানা কারণে সংগঠনের ধীর গতি আমরা সেটা প্রত্যাশীত নই। আগামী ২১ ফেব্রæয়ারীর মধ্যে একটি শক্তিশালী সক্রীয় সংগঠন উপহার দেওয়ার কথা বলেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন-শাহ মোহাম্মদ আমান সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর তাতীলীগ, জাহিদুল ইসলাম মোল্লা, জাহানারা বেগম,ফজলুল হক সভাপতি টঙ্গী থানা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক রজব আলী টঙ্গী থানা আওয়ামীলীগ, রাশিদা বেগম সহ তাতীলীগের গাজীপুর মহানগর কমিটির অন্যান্য সকলের উপস্থিতিতে তাতীলীগের উদ্দেশ্যে বক্ত্যরা বলেন-তাত চালালেই তাতীলীগে যোগ দিতে পারবে এমন শর্ত প্রযোজ্য নয়। এটি কোন সামাজিক সংগঠন নয় এটি একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, তাই সকলের উদ্দেশ্যে তারা বলেন-গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ডে ৩ সদস্য বিশিষ্ট কমিটির উপর দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে, থানা কমিটির কার্যক্রম শুরু হবে। মহানগর আটটি থানায় ২৪জন সদস্য কাজকরে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব বলে তারা মনে করেন। এরমধ্যে মহানগর কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ শে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য উদ্ধার্ত আহবান জানান তারা । এসময় মহানগর কমিটির গতিবিধি পর্যবেক্ষণ করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়ে সভাপতি সমাপনী বক্তেব্য নির্বাচিত তিন সদস্য বিশিষ্টদের পরিচিতি পর্ব শেষে বর্ধিত সভাটি শেষ করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here