
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মোবাইল হ্যান্ডসেট সেলস টিম এর উদ্যোগে “বার্ষিক আনন্দ ভ্রমণ -২০১৯ বাঘের বাজার সাবাহ্ গাডের্ন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার সকল মোবাইল কোম্পানির প্রতিনিধি এবং সম্মানীয় ডিস্ট্রিবিউটরগণ উপস্থিত ছিলেন।
সারাদিন ব্যাপি এ বিশাল আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুর, বাঘের বাজার, সাবাহ গার্ডেনের। দুপুরে মধ্যাহ্নভোজনের পর বিভিন্ন প্রোগামের আয়োজন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ক্রিকেট, ফুটবল, বালিশ খেলা, হাঁড়ি ভাঙ্গা, ম্যারাথন দৌড় বিকালে পিঠা উৎসব, লাকী কুপন এবং সংগীত সন্ধ্যা। কোম্পানি প্রতিনিধি এবং ডিস্ট্রিবিউটরগণ তাদের অনুভূতি শেয়ার করেন এবং সবাই পরবর্তী সময়ে আরো সফলভাবে এ ধরণের অনুষ্ঠান করা জন্য সকলের সহযোগিতা কমনা করেন।
গত বছর ৪০ জন ডিস্ট্রিবিউটার নিয়ে বঙ্গ বন্ধু সার্ফারী পার্কে এই আয়জোন করা হয়, এ বছর ৮০ জন প্লাস সামনের বছর আরো ব্যাপক আকার ধারণ করবে বলে আশায় ব্যাক্ত করেন। সকলের সুস্থতা কামনা করে সন্ধ্যা ৭টায় সংগীত সন্ধ্যা মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
