টঙ্গীতে এননটেক্স গ্রুপের পেপার মিলে আগুন, আহত ২

0
398
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে এননটেক্স গ্রুপের পেপার কর্ণ ফ্যাক্টরি নামক একটি পেপার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে টঙ্গীর ভাদাম এলাকার ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আগুন এখন নিয়ন্ত্রণে । রাজধানীর উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৭টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনায় ২ জন আহতের খবর পাওয়া গেছে।


আহতদের দুই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল।
এননটেক্স গ্রুপের এক কর্মকর্তা মো. করিব হোসেন জানান, এখন ক্ষয়ক্ষতির পরিমাপ করা যাবে না। আগুন নেভানোর পর বিস্তারিত বলা যাবে।
এদিকে টঙ্গী ফায়ার সার্ভিস দলের প্রকৌশলী মানিকুজ্জামান বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। তবে এননটেক্স এর যেখানে আগুন লেগেছে সেই সেটটি অনেক বড় থাকলেও এখন আগুন আমাদের নিয়ন্ত্রণে। তবে সেটা এখনও আগুনে জ্বলছে বলে জানান ওই প্রকৌশলী।
মধ্যরাতে অগ্নিকান্ডের কথা শুনে এনানটেক্স এ তাৎক্ষণিক ছুটে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here