

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মিরাসপাড়া সাকিনস্থ ‘এল এ আর স্পোর্টস লিঃ (ক্যাপ ফ্যাক্টরী) গার্মেন্টস ফ্যাক্টরি’র ফিনিশিং সেকশনের অপারেটর নূর মোহাম্মদ নামে এক শ্রমিক ৫ম তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিকটিম নূর মোহাম্মদ (২০), পিতা-হরমোজ আলী, মাতা-আবেদা বেগম স্থায়ী ঠিকানা সাং-বাউলিয়া বাজার, থানা-ধরা বাজার, জেলা-সুনামগঞ্জ বর্তমানে সাং-পূর্ব আরিচপুর , ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব।
তথ্যসূত্রে জানা যায়, টঙ্গীর মিরাসপাড়া সাকিনস্থ এল এ আর স্পোর্টস লিঃ (ক্যাপ ফ্যাক্টরী) গার্মেন্টস ফ্যাক্টরির ফিনিশিং সেকশনের অপারেটর। ৩ আগষ্ট বেলা অনুমান ১১:০০ টায় ফ্যাক্টরির ৪র্থ তলা হতে ৫ম তলায় ওঠার সিঁড়ির মাঝখানে সিঁড়ির পাশের জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
