

জাহাঙ্গীর আকন্দ : শিল্প নগরী টঙ্গীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্মৃতি (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আমতলী কেরানির টেক বস্তিতে এঘটনায় ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় এঘটনায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
অভিযুক্তরা হলেন, কেরানির টেক এলাকার চিহ্নিত মাদক কারবারি রহিমা (৫০) তার ছেলে কথিত পুলিশ সোর্স মুন্না (২৭) ও রফিক (৩৬)।
অভিযোগ সুত্রে জানা যায়, আমতলী কেরানিরটেক এলাকার চিহ্নিত মাদক কারবারি রহিমা দীর্ঘদিন যাবৎ স্মৃতির স্বামীকে মাদক বিক্রি করতে জোর করে আসছিল।
অন্যতায় মোটা অংকের চাঁদা দাবী করে রহিমা ও তার ছেলেরা। বৃহস্পতিবার দুপুরে তাদের কথা মত মাদক বিক্রি না করায় রহিমা তার ছেলে ও কয়েকজন সহযোগীদের নিয়ে স্মৃতির স্বামীর উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এসময় স্মৃতি তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মাদক কারবারিরা স্মৃতিকে এলোপাতাড়ি মারধর করে একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্মৃতির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে স্মৃতি ও তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাদক কারবারিরা।
স্থানীয়রা জানায়, এঘটনায় অভিযুক্ত মুন্না দীর্ঘদিন যাবৎ পুলিশের সোর্স হিসেবে কাজ করে। তার দাপটে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে থাকে। সেই সুজোগে তার মা রহিম এলাকায় মাদকের আস্থানা গড়ে তুলেছে। কেরানির টেক এলাকার নিরীহ মানুষকে মাদক বিক্রি করতে বাধ্য করছে। কেউ প্রতিবাদ করতে গেলে ছেলের সহযোগিতায় তাকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। তাই তার ভয়ে কেউ মূখ খোলার সাহস পায় না। তার অপর ছেলে সাগর নিয়মত মাদক সেবন করে এলাকার মানুষকে মারধর করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
