

মো: শাহজালাল দেওয়ান: বিএনপি জামায়াতের অবরোধ হরতালের প্রতিবাদে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খালিদুর রহমান রাসেলের নেতৃত্বে টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হরতাল বিরোধী শান্তি মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল থেকেই টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে পাগাড় এলাকার প্রতিটি অলিগলি প্রদক্ষিণ করে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমাপ্ত করে।শান্তি মিছিলে টঙ্গী আওয়ামী লীগের কার্যালয় থেকে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান, তাঁতী লীগের সভাপতি আজমিরী লালন, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ হিরন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাকারিয়া,ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান খান সুমন,সাধারণ সম্পাদক আতিক হাসান অনিক,টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন ও মাসুদ মিয়া প্রমুখ।
শান্তি মিছিল শেষে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালিদুর রহমান রাসেল বলেন গত ২৯ অক্টোবর থেকে বিএনপি জামায়াত হরতাল ও অবরোধ নামের জালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের তান্ডব চালিয়েছে এর তিব্র নিন্দা জানিয়ে তিনি বলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয় সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য
৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন প্রতিদিন রাজপথে থেকে অতন্ত্র প্রহরি হিসেবে সব সময় সজাগ রয়েছে।
