
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে নিজের ময়লা নিজে পরিস্কার করি পরিচ্ছন্ন নগর গড়ি, এই ¯েøাগানকে ধারন করে গতকাল শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর এলাকায় নগর পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন, ওয়ার্ল্ড ভিশন, রেডক্রিসেন্ট, এসওএস, ডিআরআরএ যৌথ উদ্যোগে র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে র্যালী শেষে আলোচনা সভায় স্থানীয় কাউন্সিলর মো.ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী পরিচালক কেএম জহুরুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,টি ডি পি বি আর আর এ পকল্প পরিচালক মোখলেছুর রহমান ভূইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাসান দিপ, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বিকল্প একাডেমীর প্রধান শিক্ষক চাঁন মিয়া, জাবেদ ইকবাল, যুবলীগ নেতা ফজল করিম, জাকির হোসেন, সোহেল রানা আলী, আ.রহিম, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, রুমান দেওয়ান, জাহাঙ্গীর আলম, সিটি গভারম্যান্ট এসপেশালিষ্ট সিউপি জাইকা মনি মালা রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার রুপা দেবনাথ, রেড ক্রিসেন্ট প্রোগ্রাম অফিসার উজ্জল মিয়া প্রমুখ।
র্যালী ও আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
