টঙ্গীর মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

0
244
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : “সচেতন প্রজন্ম, উন্নত ভবিষ্যত” শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এরশাদ নগর এলাকার প্রায় ২৫টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার পুলিশ এবং সরকারি ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ।
পুলিশের পক্ষ থেকে প্রতিটি স্কুল কলেজে দেওয়া হচ্ছে নতুন নতুন কর্মশালা। এ কর্মশালায় মাদক, বাল্য বিয়ে, যৌতুক এবং ইভটিজিং প্রতিরোধের ব্যাপারে অনেক ভুমিকা রাখতে পারবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ টঙ্গী শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান দীপুর সঞ্চালনায় এবং কাউন্সিলর ফারুক আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি অপরাধ (দক্ষিন) উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ বক্তা টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জিএমপি অপরাধ (দক্ষিন) অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার হাফিজুল ইসলাম, জিএমপি টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার মেহেদী হাসান দীপু, থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস, ৪৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসাইন জয়, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here