ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ওনার’স এ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

0
280
728×90 Banner

আর কে আকাশ: পাবনা ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন প্রথম ও দ্বিতীয় শ্রেণির ব্রত্তি পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল লতিফ।
প্রথম শ্রেণিতে মেধাক্রম অনুসারে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ২৫৭, ২৬০, ২৬১, ২৬২, ২৫৮, ২৫৯, ২৬৩, ২৬৪, ২৩১, ২৫৬, ২০৮, ২৬৯, ২৬৫, ২০৪, ২৩৩, ২১৬, ২১৮, ২৭২, ২৭১, ২৭৪, ২৬৮, ২৬৬, ২০২, ২২৩, ২২৮, ২৪৪, ২০৬, ২৬৭, ২৭০, ২৮৭, (সর্বমোট ৩০ জন); এ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ২৭৩, ২০৫, ২৭৬, ২৮০, ২০৭, ২২৬, ২২৭, ২৩৪, ২৭৫, ২৭৭, ২২৯, ২৩০, ২০৩, ২১৫, ২৮৯, ২৩২, ২৮১, ২৫০ (সর্বমোট ১৮ জন); বি গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ২১০, ২১২, ২১৪, ২১৯, ২৩৭, ২৪১, ২৫১, ২৪৫, ২৪৯, ২৭৯, ২৭৮ (সর্বমোট ১১ জন); এবং দ্বিতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে মেধাক্রম অনুসারে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ৩৪৯, ৩৪৭, ৩৪৮, ৩৫০, ৩৪৬, ৩৪৫, ৩৫৩, ৩২৬, ৩২৭, (সর্বমোট ০৯ জন); এ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ৩২৫, ৩২৪, ৩৫৬, ৩৫৫, ৩০২, ৩২১, ৩৫৭, ৩১২, ৩৫৮, ৩২৮, ৩২৩, ৩১৬, ৩২৯, ৩০৮ (সর্বমোট ১৪ জন); বি গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ৩০৬, ৩০৭, ৩১১, ৩১৯, ৩৩০, ৩৩৭, ৩৪০, ৩৪২, ৩৫৯, ৩৬২, ৩৬৩ (সর্বমোট ১১ জন)।
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন, ‘পাবনা ডিসট্রিক কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’ এর সভাপতি ও সোনামণি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. বরকত আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মমতাজ মনিম ছবি, ইকরা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. নাজমুল করিম, সাধারণ সম্পাদক নিহিড বেবি স্কুলের পরিচালক মো. আশেকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক রেডিয়েন্ট রে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ তানিয়া ইয়াছমিন সিমা, প্রচার ও দপ্তর সম্পাদক ইসলামপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ-নূূরানী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কে.জে.এ. কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ কাজী মিনারা সেলিম, কার্যকরি সদস্য ওয়েল ফেয়ার মডেল স্কুলের অধ্যক্ষ আবু মুসা প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here