তাবলিগের সংকট নিরসনে দেওবন্দ যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

0
267
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশ্ব ইজতেমা সফল ও তাবলিগের জামায়াতের চলমান সংকট নিরসনের লক্ষ্যে ভারতের দারুল উলুম দেওবন্দে যাচ্ছে একটি বাংলাদেশের একটি উচ্চতর প্রতিনিধি দল।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) মো. শিব্বির আহমদ উছমানী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর নেতৃত্বে ১০ জনের নামের তালিকা ভারতীয় হাইকমিশনের কাছে পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
তিনি জানান, ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে যে কোনো সময় প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ সফর করবেন। চূড়ান্ত তালিকায় ধর্ম প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের পদস্থ কর্মকর্তা,ওলামায়ে কেরাম ও তাবলিগের উভয়পক্ষের মুরব্বিদের সমন্বয়ে প্রতিনিধিরা রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here