তুরাগ নদে নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর লাশ

0
11
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির নাম বায়েজিদ (১০)। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনজল গ্রামের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত এবং টঙ্গী বাকরাল এলাকায় পরিবারের সঙ্গে বাস করত বায়েজিদ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ গোসল করতে তুরাগ নদে যায়। এ সময় বাকরাল সেতু থেকে নদে ঝাঁপ দেয় সে। গোসল করার একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও বায়েজিদকে পায়নি। আজ দুপুরে ফের খোঁজাখুঁজির সময় বায়েজিদের লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here