দেশের জন্য আমি বাবার মতো নিজেকে বিলিয়ে দেব: রাসেল

0
223
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর ২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শপথ নেয়ার পর পর ছুটে আসেন গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে তার পিতা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের কবর জিয়ারতের জন্য। এ সময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারতে অংশ নিয়ে দোয়া করেন। উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং স্বপ্নগুলো মন্ত্রীত্বের সুযোগ নিয়ে জনগনের সেবায় উৎসর্গ করবো।
তিনি আরো বলেন, আমি আমার বাবার মতো শহীদ আহসান উল্লাহ মাষ্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব দেশের জন্য । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সে মন্ত্রণালয়ের হয়ে এদেশের যুবকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। এক পর্যায়ে মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার মন্ত্রীত্ব জনগনের মাঝে আহসান উল্লাহ মাষ্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব। মন্ত্রীত্বের এ জয় শুধু আমার নয় দেশবাসীসহ আওয়ামীলীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার জয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here