দোষীদের গ্রেপ্তার ও শাস্তি চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

0
253
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে আজমেরী পরিবহনের হেলপার। তার শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাসায় ফিরতে চন্দ্র থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনে (ঢাকা মেট্রো-ব ১৪-২৬৭৭) ওঠার চেষ্টা করে ওমর। তাকে বাসে ওঠার সুযোগ না দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফটকে দাঁড়ানো হেলপার। এজন্য আজমেরী পরিবহন, হত্যাকারী বাসের হেলপার ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সহপাঠীরা।
নিহত হযরত ওমর (১৩) উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের ছেলে। সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
শিক্ষার্থীদের অভিযোগ, কালিয়াকৈরে চলাচলরত বেশির ভাগ পরিবহনই শিক্ষার্থীদের ওঠাতে বাধা দিয়ে খারাপ আচরণ করে। তারা এমন পরিস্থিতির পরিত্রাণ চায়।
শিক্ষার্থীরা ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here