নরসিংদী ন্যাশনাল কলেজে নান্দনিক পিঠা উৎসব

0
192
728×90 Banner

হলধর দাস: নরসিংদী ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর উদ্যোগে খ্রিস্টিয় নব-বর্ষের পাশ্চাত্য আনুষ্ঠানিকতার পরিবর্তে ১লা জানুয়ারি-২০২২(শনিবার)তে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বাঙ্গালীয়ানা সংস্কৃতিতে এক নান্দনিক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
” চারদিকে কোলাহল মৌ মৌ ঘ্রাণ, পিঠা-পুলি উৎসবে পুলকিত প্রাণ।”
এই শ্লোগানকে সামনে রেখে কলেজ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের তৈরী পিঠা’র মোট ১২টি স্টল নিয়ে আয়োজিত এ পিঠা উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্।
কলেজের প্রভাষক আশরাফুল আলমের সঞ্চালনায় এবং বোর্ড অব ডিরেক্টর’র সেক্রেটারী জিয়ান সরকার মাসুমের তত্ত্বাবধানে আয়োজিত পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ- সম্পাদক মনজিল এ মিল্লাত,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন,
ণসাবেক কোষাধ্যক্ষ হলধর দাস, সদস্য কামরুল ইসলাম কামাল,মুজিবুর রহমান, কলেজের প্রভাষক আরিফুল হক,বিশিষ্ট আবৃতি শিল্পী ও উপস্থাপক মোতাহার হোসেন অনিক প্রমুখ।
উল্লেখ্য, পিঠা উৎসবে বিভিন্ন স্টলে ৬৯ রকমের পিঠা তৈরী করে স্টলে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
পিঠা তৈরীর আইটেম, উপস্থাপন ও সাজসজ্জ্বায় বিশেষ অবদানের জন্য সেরা পিঠা প্রস্তুতকারীদের পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here