নরসিংদী সদর উপজেলা পরিষদে নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্ধোধন

0
97
728×90 Banner

হলধর দাস,নরসিংদী: স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে ৪ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে র্দীঘ ৭ বছর পর নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন নরসিংদী সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল(অবঃ)মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতিক।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর) নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এমপি নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশ বহুদূর এগিয়ে যাবে। ভবনের কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম মিয়া ও তার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা উন্নয়নের গতি যারা এভাবে কাজকে এগিয়ে নিয়ে যায় তারাই প্রকৃত দেশপ্রেমিক। বর্তমান সরকারের আমলে নরসিংদীসহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। মানুষের অনেক ভুগান্তির পর স্থানীয় সরকার অধিদপ্তরে অথায়নে ৪ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে বিগত দিনের প্রকেীশলী ও ঠিকাদার দায়িত্ব অবহেলার কারণে র্দীঘ ৭ বছর পর নবাগত সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার প্রচেষ্টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর শুভ উদ্ধোধন করতে পেরেছি। এজন্য নবাগত সদর উপজেলা প্রকৌশলীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
যারা দায়িত্ব অহেলা করবে তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে প্রধান অতিথি সদর উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন গাছের ছাড়া রোপন করেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান কাউছার। নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্চ সেন্টার অফিসার আহমেদ হোসেন বেলাল, উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহীদুল হক, জেলা মহিলালীগ নেত্রী অধ্যাপক আইরিন পারভীন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here