নির্বাচনের সঙ্গে ক্রিকেট মাঠের সম্পর্ক নেই : মাশরাফি

0
233
728×90 Banner

ক্রীড়া ডেস্কঃ বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার ৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের ৬ষ্ঠ আসর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বিকেল ৫টা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। গত পাঁচ বিপিএলের চারটি শিরোপা জয়ী মাশরাফি এবারও রংপুরকে চ্যাম্পিয়ন করতে চান। সেইসঙ্গ তিনি বলেছেন রাজনীতি এবং ক্রিকেট নিয়ে।
সদ্যই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচের আগে তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত অন্য কিছু ভাবতে চাই না। আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সাথে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও সেভাবেই দেখবেন আশা করি।’
ষষ্ঠ আসরের জন্য আরও শক্তিশালী দল গড়েছে রংপুর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড়কে এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভেড়ায় তারা। এছাড়া স্থানীয়দের মধ্যে ব্যাটিং বিভাগে রয়েছেন, মোহাম্মদ মিথুন, নাদিফ চৌধুরী।বোলিং ডির্পাটমেন্টে আছেন- মাশরাফি, ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল, আবুল হাসান ও শফিউল ইসলাম। স্পিনার হিসেবে নাজমুল ইসলাম, সোহাগ গাজী আছেন দলে। গত বছর রংপুরের শিরোপা জয়ে এই দুই স্পিনারের অবদান ছিল চোখে পড়ার মতো।
শিরোপা ধরে রাখার ব্যাপারে মাশরাফি বলেন, ‘এমন না যে, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে মনের মধ্যে সবসময় এটা কাজ করেই, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও তা আছে। তবে এবারের লক্ষ্য থাকবে শুরু থেকেই ভালো করার। গতবার আমাদের শুরুটা ভালো হয়নি। তাই এবার চাই শুরু থেকেই যেন জয়ের পথে থাকতে পারি।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here