প্রীতি কাবাডি টুর্নামেন্ট-২০২২ খেলা অনুষ্ঠিত

0
66
728×90 Banner

তানোর ( রাজশাহী) প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে প্রীতি কাবাডি টুর্নামেন্ট প্রথমবারের মতো রাজশাহীর তানোরের মুন্ডুমালা ফরজ আলী মোল্লা ডিগ্রী কলেজ মাঠে এ কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার সকালে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশন এর ব্যানারে এ খেলা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক টুরিস্ট পুলিশ পুলিশ ইউনিট, সাধারণ সম্পাদক-বাংলাদেশ কাবাডি ফেডারেশন মোঃ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃআব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জ ডিআইজি।
রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট(পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোঃ আশরাফুল আলম,গোদাগাড়ী সদর সার্কেল আসাদুজ্জামান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও স্বপ্ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ কুমার দেবনাথ,সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,মন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, তদন্ত (ওসি)উছমান গনী,
সঞ্চালনায় এম রায়হান, সার্বিক পরিচালনায় মুন্ডুমালা বাজারের বিশিষ্ট ব্যবসায়িক সাহাদাত হোসেন মিঠু সহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খেলায় ১০ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় জেলা পুলিশ দল ও গোদাগাড়ী উপজেলার দল মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে জেলা পুলিশ দল জয় লাভ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here