ফেসবুকে ভিডিও ছাড়ায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

0
109
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুর উপজেলার বটতলী হাট দারুস হাদিস দাখিল মাদ্রাসার সুপার শাহজাহান কবিরের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল ভিডিও ছাড়ানোর অভিযোগে ষড়যন্ত্রের ঝড় তুলেছে কিছু কুচক্রী মহল৷
উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলীহাট দারুস হাদিস দাখিল মাদ্রাসার সুপার শাহজাহান কবির তার নিজস্ব ফেসবুক আইডি (Shahjahan kabir) থেকে গত ৩ অক্টোবর একটি অশ্লীল ভিডিও শেয়ার করার অভিযোগ এনে মাদ্রাসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট ও মাদ্রাসা সুপারের চাকরি থেকে বরখাস্ত ও তার শাস্তির ষড়যন্ত্র করে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ামতপুর, মাদ্রাসা কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেয় একটি কুচক্রী মহল ৷
এ বিষয়ে মাদ্রাসা সুপার শাহজাহান কবির জানান, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে সেই রকম কোন ধারনা নেই, হঠাৎ করে কিভাবে যে একটি অশ্লীল ভিডিও আমার ফেসবুক আইডিতে শেয়ার বা পোস্ট হয়েছে এটা আমার জানা নেই৷ এ ঘটনার জানার সঙ্গে সঙ্গেই ফেসবুক সম্পর্কে ভালো ধারণা এরকম ব্যক্তিকে দিয়ে আমি সেই ভিডিওটি ডিলিট করে দিই৷ তারপরও কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে ৷ আসলে সেই ভিডিওটা আমি পোস্ট বা শেয়ার করিনি কিভাবে যে শেয়ার হয়েছে আমি নিজেও বলতে পারব না৷ এরকম ভিত্তিহীন অভিযোগ এনে মাদ্রাসার সুনাম ও তার নিজের ভাবমূর্তি নষ্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাদ্রাসা সুপার শাহজাহান কবির ৷
এ ঘটনায় মাদরাসার সভাপতি মজিবর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মাদরাসার সভাপতি মজিবর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here