বাংলা একাডেমি পুরস্কারের জন্যে মনোনীতদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

0
358
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্যে বাংলা একাডেমি পুরস্কারের জন্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উপদেষ্টা কবি কাজী রোজীসহ চারজন পাচ্ছেন এবার বাংলা একাডেমি পুরস্কার। পুরস্কারের জন্যে মনোনীতদের নাম ২৮ জানুয়ারি ঘোষণা করা হয়। এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন, কবিতার জন্য কবি কাজী রোজী, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য গবেষক-কলামিস্ট আফসান চৌধুরী, কথাসাহিত্যে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোঃ শাহেদ। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বই মেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক দেয়ার কথা রয়েছে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ২৯ জানুয়ারি এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলা একাডেমি পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে খুবই মর্যাদা ও সম্মানের। নিজস্ব সাহিত্য চর্চা, বিকাশ, প্রসার ও প্রচারে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে পুরস্কারের জন্যে মনোনীতদের বিশেষ অবদান রয়েছে। তিনি আরো বলেন, দেশীয় সংস্কৃতি বিকাশে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। এই জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী। তিনি পুরস্কারের জন্যে মনোনীতদের সুস্থতা, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here