
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সড়ক দুঘটনায় উজ্জল তংচঙ্গা (২২) নামে এক যুবক নিহত হয়েছে । রবিবার দুপুরে রোয়াংছড়ির উপজেলার বাঘমারা লক্ষীমোহন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ , হাসপাতাল ও আহত সূএে জানা যায় সে লক্ষীমোহন পাড়ার মতি লাল তংচঙ্গার ছেলে ।সকালে বাসা থেকে বের হয়ে বন্ধুর সাথে বাজারে যাওয়ার পথে দুর থেকে ধেয়ে আসা চট্টমেট্রো ১৯০৭ টিএস ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে উজ্জল তংচঙ্গা মৃত্যু বরন করে । নিহতের বন্ধু জানান তারা দুই জন রাস্থার এক পাশে হেটে যাচ্ছিল গাড়ির চালক নিয়ন্ত্রনহীন ভাবে গাড়ী চালিয়ে এসে তাকে ধাক্কা দিলে সে ঘটনা স্থলে মৃত্যু বরন করে । খবর পেয়ে স্থানীয়রা তাকে বান্দরবান সদড় হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে । এই বিষয়ে তদন্তরত পুলিশ কর্মকর্তা প্রিয়াল জানান তারা ঘটনার সর্ত্যতা যাচাই করছে এবং দুই পক্ষের মধ্য একটা সমাধানের চেষ্টা করছে আশা করছে তারা সত্যতা উৎঘাটন করে চালকের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে ।
