যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাহিদ আহসান রাসেল

0
572
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবার নিয়ে টানা চার বার গাজীপুর-২ আসনের মানুষের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। গত চারটি নির্বাচনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবার জিতেছেন তিন লাখ ১১ হাজার ১০০ ভোটের ব্যবধানে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি । মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওার জন্য ফোন কল পেয়েছেন। উল্লেখ্য গাজীপুর শহর ও টঙ্গী নিয়ে গঠিত গাজীপুর-২ আসনটি ২৭ বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও মর্যাদার এ আসন থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পায়নি, রাসেলই মন্ত্রিসভায় প্রথম স্থান পেলেন।
এ পর্যন্ত কয়েকজন ফোন পেয়েছেন বলে জানা গেছে।
মন্ত্রিসভায় যারা থাকছেন- ড. আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী
আ হ ম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী
ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী
আনিসুল হক, আইনমমন্ত্রী
আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী
বীর বাহাদুর উশৈ সিং, পার্বত্য মন্ত্রী
এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী
শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী
সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী,
জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডা. এনামুর রহমান, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
শ ম রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী
এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী নওফেল,
টিপু মুন্সী, বাণিজ্য মন্ত্রী
ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদার,
আ ক ম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ইমরান আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী
আশরাফ আলী খসরু,
গোলাম দস্তগীর গাজী,
মোস্তফা জব্বার,
তাজুল ইসলাম
আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here