রাতে মাদক নিবেন আর দিনে আওয়ামীলীগের নেতা সেজে উন্নয়নের অংশীদার সাজবেন তা হবেনা- অধ্যক্ষ মুহিব এমপি

0
239
728×90 Banner

কলাপাড়া প্রতিনিধি: শপথ গ্রহনের পর নির্বাচনী এলাকায় এসে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের নব নির্বাচিত সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব। শনিবার শেষ বিকেলে কলাপাড়া এসে পৌছালে হাজারো দলীয় নেতা-কর্মী স্বাগত মিছিলে মুখরিত করে তোলে নতুন বাসস্ট্যান্ড এলাকা। এসময় তাকে ফুল দিয়ে বরন করেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ. বারেক মোল্লা, কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ। এরপর ফুলের তোড়া ও মালা দিয়ে বরন করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সংক্ষিপ্ত মত বিনিময় করেন। এসময় উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও এর সকল ইউনিট থেকে আগত নেতা-কর্মীদের উদ্যেশে তিনি বলেন, আপনাদের শ্রদ্বা ভালবাসায় আমি অভিভ’ত। আপনারা যে বিজয় মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন তার প্রতিদান তিনি আবারো আপনাদের দিবেন। আমি আপনাদের একজন সেবক মাত্র। আমার বিজয়ের জন্য বিশেষ করে নৌকার বিজয়ের জন্য আপনারা অক্লান্ত শ্রম দিয়েছেন। আমি তা ধরে রাখার চেস্টা করব। আপনাদের সাথে নিয়েই বঙ্গবন্ধুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার পথে চলব। এরপরে সন্ধ্যায় তার নিজ জন্মভ’মি ধুলাসরের বাবলাতলা পৌছালে হাজারো নারী-পুরুষ স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় তাকে বরন। ধুলাসর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলহাজ জালাল উদ্দিন কলেজ মাঠে তাকে এক বিশাল সম্বর্ধনা দেয়া হয়। ধুলাসর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি পত্নী আলহাজ জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কুয়াাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ধুলাসর ইউপি চেয়ারম্যান জলিল মাস্টার, ডাবলুগজ্ঞ ইউপি চেয়ারম্যান আ. সালাম শিকদারসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান। এসময় সমবেত সকল শ্রেনী পেশার সাধারন মানুষসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্যেশে তিনি বলেন, আজ থেকে আমি ১১৪ পটুয়াখালী-৪ আসনের দলমত র্নিবিশেষে সকল মানুষের প্রতিনিধি। আপনারা যে বিজয় আমাকে দিয়েছেন তার মুল্যায়ন আমি ধরে রাখবো। দলীয় নেতা-কর্মীদের উদ্যেশে তিনি বলেন, আগের দিন ভ’লে যান। সন্ত্রাস, মাদক, দালালি, সালিশ বানিজ্য থেকে দুরে থাকুন। এসব করে আওয়ামীলীগের অর্জিত উন্নয়নকে কেউ ম্লান করলে ক্ষমা করা হবে না। তিনি আরো বলেন, রাতে মাদক নিবেন আর দিনে আওয়ামীলীগের নেতা সেজে উন্নয়নের অংশীদার সাজবেন তা হবেনা। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here