
প্রতিনিধি, লালপুর ( নাটোর) : নাটোরের লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
লালপুরের মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বে-সরকারী সংস্থা সেবী’র সহযোগীতায় সোমবার (২১ জানুয়ারী) দুপুর থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বে-সরকারী সংস্থা সেবী রিসোর্স সেন্টারের পরিচালক সোনিয়া হাসান।
নাটোর ও রাজশাহী জেলার ১১ টি স্কুলের ৮৭ জন শিক্ষক এ প্রশিক্ষনে অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বে- সরকারি উন্নয়ন সংস্থা সেবী’র প্রেসিডেন্ট ডঃ ইখতেখার রহমান, ভাইস প্রেসিডেন্ট সালমা আলম, জাহানা-লতিফুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিনা মোস্তফা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন ভান্ডারী, ওয়াহেদুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দিন প্রমুখ।
