শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজও বাস্তবায়ন হয়নি : মিজানুর রহমান মিজু

0
44
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আজ ১৪ ডিসেম্বর (বুধবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিজু বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গঠন করতে হবে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল বদর, আল শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এ মাটির প্রিয় সেসব সন্তানের লাশের গন্ধ যেন আজও বাতাসে ভাসে। সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানের করুণ হৃদয়ের কান্না আর রক্তক্ষরণ আজও বহমান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন ধীরে ধীরে দেশকে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে গড়ে তুলছেন তখন স্বাধীনতা বিরোধী চক্র আবারো রাষ্ট্রীয় ক্ষমতা দখলে চক্রান্ত শুরু করেছে। তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। কোন অবস্থায়ই দেশকে স্বাধীনতা বিরোধী চক্রের হাতে জিম্মি হতে দেয়া হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, যুগ্ম মহাসচিব সি. এম. মানিক, শেখ বাদশা উদ্দিন মিন্টু, খুলনা জেলা শাখার সভাপতি শেখ মোঃ ফিরোজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মঈনুল হোসেন মিলন জোয়ার্দার, নারায়ণ কুমার দাস, মাকসুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here