শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার কাওরাইদ বাজারে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ৬জনকে আটক করেছে পুলিশ।
হামলায় আহতরা হলেন যুবলীগ নেতা নুরে আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলহাস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা রনিসহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে নুরে আলমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুলহাস উদ্দিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল জানান, হারুণ ফকির, সেতু ফকির, সুলতান উদ্দিন, শওকত হোসেন ও মামুন মিয়াসহ তাদের ২৫-৩০জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাওরাইদ বাজারে মহড়া দেয়ার সময় বেলা সোয়া ১২টায় হারুণের নেতৃত্বে কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে তালা লাগিয়ে দেয়। এসময় তারা বাজারের চা দোকানী জাহিদ হোসেনের প্রতিষ্ঠান ও তাঁর বড় ভাই সুলতান উদ্দিনের বাড়িতে হামলা করে।
পরে ছাত্রলীগ নেতা রনির সাথে হামলাকারী বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সেতু ফকির যুবলীগ নেতা নুরে আলমের মাথায় আঘাত করে। এতে বাধা দিতে গেলে তাদের হামলায় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ ১০জন আহত হয়। পরে বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে তারা চলে যায়। এঘটনার পর বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, এঘটনায় আহত রনিসহ উভয় পক্ষের ছয়জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বাজারের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here