সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে

0
105
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে। আর একারণে নীতির রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংস্কৃতিকধারার নেতৃবৃন্দ। ৩০ অক্টোবর বিশেষভাবে অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১৯-এ তারা উপরোক্ত কথা বলেন। কবি আলতাফ হোসেন রায়হানের সভাপতিত্বে এতে লেখা পাঠ করেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, মোমিন মেহেদী, কবি বিমল সাহা প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশনে অংশ নেন নিপা আহমেদ, বশির উদ্দিন এবং বিমল সাহা।
সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডা ১২০, ১৮ নভেম্বর ৩৩ তোপখানা রোডস্থ সাউন্ডবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ৫০০ টাকার বই উপহার প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here