
হলধর দাস : শিবপুর উপজেলার নোয়াদিয়া কে এইচ বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গণিত শিক্ষক উত্তম কুমার সেন(৫০) আর নেই। গত ১২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহ জগতের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র,এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত উত্তম সেনের অগ্রজ হরিগোলাপ সেন জানান, উত্তম সেন বেশ কিছুদিন যাবৎ একুয়েট পেনক্রিয়েটেটিভ রোগে ভোগছিলেন। এর আগে গত বছরের ৪জুন তার পিত্ত থলিতে পাথর অপসারণের অপারেশন হয়। পরবর্তীতে পেটে সিস্ট হয়। এজন্য গত ৮জানুয়ারি তার দ্বিতীয় অপারেশন সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করা গেল না। ১৩ জানুয়ারি নরসিংদী মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। উত্তম সেনের অকাল মৃত্যুতে জেলা ও নরসিংদী সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
