সৈয়দ আশরাফের মৃত্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।গণফোরামের মিডিয়া সেলের লতিফুল বারী হামিম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো অভিজ্ঞ সাংসদ ও সৎ, দক্ষ রাজনীতিবিদের বিশেষ প্রয়োজন ছিল। তিনি এই পরিস্থিতিতে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে পারতেন। তার মৃত্যুতে দেশ হারাল মহৎপ্রাণ ত্যাগী ও দেশপ্রেমিক একজন রাজনীতিবিদকে।
৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত কয়েক মাস ধরে। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য। আশরাফ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পাঁচবার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here