সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্কঃ আগামীকাল সোমবারের মধ্যে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে বেতন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পোশাক মালিক রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একইসঙ্গে ওই সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
রবিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন বিজিএমইএ সভাপতি।
শ্রমিকদের উদ্দেশে মো. সিদ্দিকুরর রহমান বলেন, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশ নেন। আর যদি সোমবার থেকে কাজ না করেন, তা হলে আপনাদের কোনো মজুরি প্রদান করা হবে না এবং ওই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ বিজিএমইএর নেতারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here