স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে মামুন মন্ডলেরে আলোচনা সভা

0
123
728×90 Banner

মো: শাহজালাল দেওয়ান: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল এর ব্যক্তিগত উদ্যোগে গাজীপুর বোর্ডবাজার ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় মানুষের মাঝে মিষ্টি বিতরণ আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । শনিবার সন্ধায় গাজীপুর বোর্ডবাজার ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম শামীম আহমেদ,গাজীপুর মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি জামাল খান,গাছা থানা কৃষক লীগের সহসভাপতি জামশেদ খান,গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম খান,৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ। আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করবে। এত বড় একটি সেতু বাংলাদেশের স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন । প্রসঙ্গত, ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয়। দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এ সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে।পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুর দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here