স্বপ্নের মেট্রোরেলের দরজা খুললো সাধারণ মানুষের জন্য

0
50
728×90 Banner

ডেস্ক রিপোর্ট: বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলের দরজা খুললো সাধারণ মানুষের জন্য। মেট্রোরেলে উঠতে রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেকে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে যাত্রা শুরু করে মেট্রোরেল চলবে বেলা ১২টা পর্যন্ত। প্রথম মেট্রোর যাত্রী হতে প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যেও ভোররাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে রাত থেকেও লাইনে দাঁড়িয়েছেন কেউ কেউ।
রাতভর অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, স্বপ্নের মেট্রোরেলের প্রথম যাত্রী হতেই এতো আগে লাইনে দাঁড়িয়েছেন তিনি। মেট্রোর যাত্রী হতে ঢাকার বাইরে থেকেও এসেছে মানুষ।
মেট্রোরেলে স্বল্প সময়েই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পৌঁছানো যাবে ৬০ টাকা ভাড়ায়। প্রতি ১০ মিনিট পরপর ছাড়বে ট্রেন; এতে করে ট্রেন চলবে মোট ৫টি। তবে আপাতত উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মাঝে কোথাও থামবে না মেট্রোরেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here