হ্যাপি নিউ ইয়ার রেপিড রেটিং চেস টুর্নামেন্ট শুরু

0
304
728×90 Banner

ক্রীড়া ডেস্কঃ ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে শুক্রবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড হলরুম, বাড়ি # ০৯, রোড # ০৯, সেক্টর # ০৩, উত্তরা, ঢাকায় শুরু হয়েছে “হ্যাপি নিউ ইয়ার রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯”।
দেশ-বিদেশের প্রায় ৬৬ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। দুপুর ২:৩০ মিনিটে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের সহ সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা কবি আনোয়ার মজিদ এবং বৃটিশ-বাংলা চেস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল ইসলাম হীরক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here