অবৈধ বন্যপ্রাণী গোডাউনে বনবিভাগের অভিযান, ২৭ টি দেশি পাখি উদ্ধার

0
52
728×90 Banner

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ মাসুদ রানা দীর্ঘদিন ধরে অনলাইন এবং মিরপুরসহ ঢাকার বিভিন্ন বাজারে দেশীয় বন্যপ্রাণী ক্রয়/বিক্রয় এর সাথে জড়িত। WCCU এর কাছে অনেকে অনেকবার মাসুদের নামে অভিযোগ দিলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে মাসুদ ধরা ছোঁয়ার বাইরে থাকতো। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা কর্তৃক মিরপুরে মাসুদের গোডাউনে অভিযান পরিচালনা করে ২৭ টি বন্যপ্রাণী (উদয়ী রাজঘুঘু-০৮ টি, লালমাথা টিয়া-০১ টি, চন্দনা টিয়া-০৩ টি এবং টিয়া-১৫ টি) জব্দ করা হয়।
উক্তকাজে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন WCCU এর পরিচালক জনাব Sanaullah Patwary। উপস্থিত ছিলেন বন্য প্রাণী পরিদর্শক, অপরাধ দমন ইউনিট, বন ভবন আগারগাঁও , ঢাকা, নার্গিস সুলতানা। সার্বিক সহযোগিতায় ছিলেন জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম ও কামরুল হাসান। উপস্থিত ছিলেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বাগান মালী জসিম উদ্দিন।
জব্দকৃত পাখিগুলি উপযুক্ত প্রকৃতিক পরিবেশে অবমুক্ত করে দেওয়া হয়। আসামীর বিরুদ্ধে পি.ও.আর. মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here