আগামী মার্চে উৎপাদনে যাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

0
152
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী বছরের মার্চের মধ্যেই রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন।
এর আগে সকালে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। এ সময় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, সদস্য মো. মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে প্রকল্প মূল্যায়ন সভায় অংশ নেন সচিব মো. হাবিবুর রহমান। এছাড়া বিকেলে বিআইএফপিসিএল’র পক্ষ থেকে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন তিনি।
হাবিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে চলছে। আশা করি আগামী মার্চের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here