আগামী শিশুদেরকে বইমুখী করতে হবে ঃ মঞ্জুর হোসেন ঈসা

0
60
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুদেরকে দেশপ্রেমে জাগিয়ে তুলতে হলে তাদেরকে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে বেশি বেশি বই উপহার দিয়ে বইমুখী করতে হবে। শিশুরা যদি বইমুখী হয় তাহলে আগামী বাংলাদেশ বদলে যাবে। সৃজনশীল সাহিত্য সংগঠন সাহারা খাতুন পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা তুরাগ থানাধীন ধৌউর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসবের মধ্যদিয়ে বিজয় উৎসব ২০২২ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের শিশুদেরকে আমরা ক্রমন্বয়ে ঘরবন্ধি করে ফেলছি। বিশেষ করে ঢাকা শহরে পর্যাপ্ত মাঠ না থাকায় প্রতিটি শিশু ভিডিও গেমে আশক্ত হয়ে পড়ছে। এতে করে আগামী দিনের শিশুদের অবস্থান আরো ভয়াবহ হতে পারে। পথশিশুদের অবস্থা খুবই ভয়াবহ ও শোচনীয়। তারা পথে-প্রান্তে প্রকাশ্যে মাদকে জড়িয়ে থাকলেও এ যেন দেখার কেহ নেই। তাদেরকে মূল শিক্ষায় প্রবেশ করাতে না পারলে আমরা জাতি হিসেবে অন্ধকারে থেকে যাবো। শুধু শিশু আইন করলেই হবে না, সে আইন বাস্তবে প্রয়োগ করতে হবে।
সাহারা খাতুন পাঠাগারে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি ও লেখক আসমা সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফারুক হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী আনোয়ারা বেগম, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী বিজয় উৎসবে উৎসব মঞ্চে শিশুরা দলীয় গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রত্যেকটি প্রতিযোগি ও প্রতিযোগিনীকে বই উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here