আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

0
309
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব, ঢাকা এর সামনে সকাল ১০:৩০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমগ্র বিশ্বজুড়ে উদযাপিত আন্তর্জাতিক পুরুষ দিবসকে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আমাদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা এডভোকেট কাউসার হোসেন, ঢাকা মহানগরের আহ্বায়ক তাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মাজেদ ইবনে আজাদ, মোঃ লিটন গাজী, মোঃ মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন, মোঃ আলামিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মহিউদ্দিন, ফয়জুর রহমান, মজিবুর রহমান, ডাঃ মহিউদ্দিন, মোঃ আরিফ হোসেনসহ সংগঠনের সদস্যরা। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম।
অবশেষে সভাপতি তার বক্তব্যে বলেন, আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন.পি. হ্যারিস পুরুষ দিবস পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি নারী দিবস পালনের পাশাপাশি জেন্ডার সমতা রক্ষার স্বার্থে পুরুষ দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। এখন এই দিবসটি বিশ্বের ৭০টিরও বেশি দেশে পালন করা হয়। আজকের এই পুরুষ দিবসে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবী জানাচ্ছে। আজ ঘরে বাহিরে সব জায়গায় পুরুষরা নির্যাতিত হচ্ছে। কিন্তু আত্মসম্মানের জন্য প্রকাশ করতে পারছে না। আবার আইন না থাকায় আইনের আশ্রয় নিতে পারছেনা। নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ঢাল হিসাবে ব্যবহার করছে কিছু দুশ্চরিত্র নারীরা। পরকীয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা দিচ্ছে। আমার কাছে একজন সাংবাদিক ভাই দুঃখ প্রকাশ করে বললেন, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই। অথচ আজ আমি নিজেই নির্যাতিত। এই নির্যাতনের কথা কাউকে বলতে পারছি না। আমি আমার স্ত্রী এবং দুই সন্তান একই শহরে থাকছি। অথচ দুই বৎসর ধরে আমাকে সন্তানদের সাথে দেখা করতে দিচ্ছে না। স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর সন্তানের খোরপোষ পিতাকে বহন করতে হয়। অথচ পিতার সাথে সন্তানকে দেখা করতে দেওয়া হয় না। সমাজে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। এর প্রতিকার কী? বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন সব সময় নির্যাতিত অবহেলিত পুরুষ ভাইদের সাথে ছিলো, আছে, থাকবে এবং সবসময় নির্যাতিত ভাইদের সব ধরনের সহযোগিতা করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here