আমরা সার্বক্ষণিক সারাদেশে বন্যা এবং নদী ভাঙ্গন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি: পানিসম্পদ উপমন্ত্রী

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আমরা সার্বক্ষণিক সারাদেশে বন্যা এবং নদী ভাঙ্গন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যা কবলিত ও দুর্যোগপূর্ণ সকল জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীদের সাথে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।
রবিবার (৫ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতির সমসাময়িক বিষয় নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। বন্যার পানি নিম্নাঞ্চল এবং ভাটি অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার পানি ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে দুই একদিনের ভেতর আরো উন্নতি হবে আশা করা যায়। এছাড়া আমরা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি নজরদারিতে রেখেছি, আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে।
এসময়, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, চট্টগ্রাম, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ অঞ্চলের দুর্যোগপূর্ণ এলাকায় বন্যার ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের ও নির্বাহী প্রকৌশলীদের যথাযথ নির্দেশনা প্রদান করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here