আমি নির্বাচিত হলে গাজীপুর সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান ঃ আজমত উল্লাহ খান

0
70
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে ঈদশুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থীরা। ঈদের দিন বাদ জোহর থেকেই প্রার্থীদের বাসভবনে দলে দলে কর্মী-সমর্থকরা আসতে থাকেন। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের টঙ্গী ভরানের বাসভবনে নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ঢল নামতে দেখা যায়। নগরীর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরপ্রার্থীদের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আজমত উল্লাহ খানকে ঈদের শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন।
সোমবার সমবেত নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বক্তৃতায় আজমত উল্লাহ খান বলেন, ‘২৫ মে নৌকার বিজয় সুনিশ্চিত। এ বিজয় হবে আওয়ামী লীগের, এ বিজয় হবে জনগণের। আমি নির্বাচিত হলে গাজীপুর সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে যে পরিমাণ বরাদ্ধ দিয়েছেন তার সঠিক ব্যবহার হলে রাস্তা-ঘাট-কালবার্ড এভাবে খোলা পড়ে থাকতো না। বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে গাজীপুর সিটি করপোরেশনে যে দুর্নীতি হয়েছে তা ছিলো নজিরবিহীন। দেশের উচ্চ আদালতও এসব দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে কোনো কাজের স্বচ্ছতা ছিল না। আমি যখন টঙ্গী পৌরসভার দায়িত্বে ছিলাম তখন প্রতিটি রাস্তার মাথায় চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত সাইনবোর্ডে লেখা থাকতো। কিন্তু বিগত দিনে গাজীপুর সিটি করপোরেশনের কোনো প্রকল্পেই পরিচিতি সাইনবোর্ড পর্যন্ত ছিলো না। প্রতিটি কাজে অনিয়ম ও দুর্র্নীতি হয়েছে। এসব এখন আর বলতে চাই না, সময় মত সব বলে দিব।’ তিনি বলেন, ‘পানির গতি থাকে নিম্মমুখী, কিন্তু ড্রেনগুলো করা হয়েছে উর্ধ্বমুখী। রাস্তার ওপর লেভেলে ড্রেন নির্মাণ করায় মানুষের বাসা-বাড়ির একতলা পর্যন্ত ড্রেনের নিচে পড়েছে। অপরদিকে মানুষের বাসা-বাড়ির সামনে ময়লার স্তুপ পড়ে থাকে। বিগত দিনে তারা একটি নির্ধারিত ডাম্পিং প্লেসও করতে পারে নাই। আমি নির্বাচিত হলে নগরীর ময়লা-আবর্জনাকে একটি সঠিক ম্যানেজমেন্টের আওতায় আনবো। বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধনে নগরবাসীকে চরম হয়রানির শিকার হতে হয়। নিবন্ধন করতে ২/৩ মাস লেগে যায়, আবার অতিরিক্ত ফি নেয়ারও অভিযোগ রয়েছে। আমি পৌর মেয়র থাকাকালে ট্রেড লাইসেন্সের ফি ছিল মাত্র সাড়ে তিনশ’ টাকা। আর তা বর্তমানে করা হয়েছে ১৪৪৯ টাকা। আমার সময়ের ৫০০ টাকার হোন্ডিং টেক্্র বর্তমানে ২২ হাজার টাকা করা হয়েছে। এসব ভোগান্তির হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘এই নির্বাচন আমার একার নির্বাচন নয়, এই নির্বাচন নগরবাসীর, এই নির্বাচন নৌকার, এই নির্বাচন আওয়ামী লীগের। এই নির্বাচনের পরই আসছে জাতীয় সংসদ নির্বাচন। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এদিকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সররকার শাহ নূর ইসলাম রনি, আব্দুল্লাহ আল মামুন মÐল, জাপা মনোনীত মেয়রপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজসমত উল্লাহ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান শনিবার গাজীপুর রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহে বৃহত্তর ঈদের জামাতে শরিক হয়ে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। অপরদিকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সররকার শাহ নূর ইসলাম রনি টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়ায় পারিবারিক প্রতিষ্ঠান আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ময়দানে ঈদের জামাতে শরিক হয়ে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। জাপা মনোনীত মেয়রপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন টঙ্গী মরকুন গোরস্থান জামে মসজিদে ঈদের জামাতে শরিক হয়ে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে শোনা গেলেও ফেসবুক প্রচারণা ছাড়া নির্বাচনী মাঠে তাকে এখনো প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে এবং ভোট গ্রহণ হবে ২৫ মে। সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। গাজীপুর জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৩৮১। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭২১, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৪২ এবং হিজড়া ভোটার ১৮ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here