আ.লীগের ৫ শীর্ষ নেতা ডিএনসিসি উপ-নির্বাচনের বিশেষ দায়িত্বে

0
229
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের সমন্বয়কের বিশেষ দায়িত্ব পেলেন। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, (কর্নেল অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, (কর্নেল অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।’
সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আতিকুল ইসলামের এবং কিশোরগঞ্জ-১ আসনে পুনঃনির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
সংসদীয় বোর্ডের যৌথসভায় ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ও কাউন্সিলরদের বিজয় নিশ্চিতে দলের ৫ শীর্ষ নেতাকে নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
এছাড়া, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থী সিলকশনেও সমন্বয়ক টিম করে দেন দলীয় সভাপতি। ওই নেতারারাই এসব টিমের দায়িত্ব পালন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here