ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে রেকর্ড

0
156
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঈদকে সামনে রেখে গত এপ্রিল মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রবাসীরা গত মাসে রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৬ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
গত বছর (২০২০ সাল) এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। এই হিসাবে গত বছরের এপ্রিলের সময়ের তুলনায় এ বছরের এপ্রিলে প্রায় ৯৭ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা ব্যাংকিং ব্যবস্থায় রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রবাসীরা গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিলে ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন। ঈদ উপলক্ষে সামনের দিনগুলোতেও রেমিট্যান্সপ্রবাহ বাড়বে বলে ধারণা করছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চে মাসে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৯৫ লাখ ডলার। গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স আসে ১৭৮ কোটি ডলার। চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম ১০ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৭ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৮৬ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে করোনা পরিস্থিতির মধ্যেও গত বছরের জুলাই? মাসে নতুন মাইলফলকে স্পর্শ করে দেশের রেমিট্যান্স আয়। ওই মাসে প্রবাসীরা প্রায় ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here